জুলাইয়ের জনগণকে হারানো আমাদের ব্যর্থতা: উপদেষ্টা মাহফুজ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, “জুলাইয়ের জনগণকে আমরা যেভাবে হারিয়ে ফেলেছি, এই ব্যর্থতা আমাদের।” তিনি বলেন, গণমাধ্যমের গত ১৫ বছরের আত্মসমালোচনা করার সময় এসেছে এবং জুলাই অভ্যুত্থানের সময় কোন গণমাধ্যম কী ভূমিকা পালন করেছিল তা নিয়ে গবেষণা প্রয়োজন।
আজ (বৃহস্পতিবার, ৯ অক্টোবর) বিকেলে রাজধানীর সার্কুলার রোডে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তন-এ ‘গণমাধ্যমে জুলাই ও তারপর’ শীর্ষক প্রকাশনা উৎসবে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: শিক্ষার লক্ষ্য শুধু চাকরি নয়, সৃজনশীল মানুষ গড়ে তোলা: প্রধান উপদেষ্টা
উপদেষ্টা মাহফুজ আলম অভিযোগ করেন, অনেক গণমাধ্যম শেখ হাসিনার ‘ন্যারেটিভ’ তৈরিতে সহযোগিতা করেছে। তিনি আরও বলেন, স্বৈরাচার সরকারের আমলে যেসব মুখ বিভিন্ন পদে ছিল, সেই একই মুখ আবারও ফিরিয়ে আনার চেষ্টা চলছে, যা জাতিকে পেছনের দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র।
তিনি বলেন, “সরকার হিসেবে আমরা যতটা শক্তিশালী নই, জনগণ হিসেবে ততটাই শক্তিশালী ছিলাম। তাই হতাশা বাড়ছে আমাদের সীমাবদ্ধতার দিকে তাকিয়ে।”
আরও পড়ুন: পবিত্র রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা
এসময় দায় স্বীকার করে উপদেষ্টা বলেন, “জুলাইয়ের জনগণকে আমরা যেভাবে হারিয়ে ফেলেছি, এই ব্যর্থতা আমাদের। আগামী দিনে লড়াই আসছে।”





