তারেক রহমানের নির্দেশে কিশোর গবেষক জিহাদের সঙ্গে সাক্ষাৎ করবে ‘আমরা বিএনপি পরিবার’

চুয়াডাঙ্গার কিশোর গবেষক ও উদ্ভাবক মো. জিহাদ আন্তর্জাতিক প্রতিযোগিতা ওয়ার্ল্ড ইনভেনশন কম্পেটিশন অ্যান্ড এক্সিবিশন-২০২৫-এ ‘গোল্ড মেডেল’ অর্জন করেছেন। তার এই অসাধারণ অর্জনে পাশে থাকার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
তার নির্দেশে আগামীকাল শনিবার (১১ অক্টোবর ২০২৫) দুপুরে চুয়াডাঙ্গায় মো. জিহাদের গ্রামের বাড়িতে যাবে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে প্রতিনিধি দলটি কিশোর গবেষকের সঙ্গে সাক্ষাৎ করবেন।
আরও পড়ুন: বিচারকদেরও জবাবদিহিতা থাকা উচিত: ট্রাইব্যুনালের অভিমত
প্রতিনিধি দলে সংগঠনের উপদেষ্টা ও সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
জানা যায়, মো. জিহাদ দর্শনা সরকারি কলেজের এইচএসসি শ্রেণির ছাত্র এবং তিনি ‘সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন’-এর সক্রিয় সদস্য। সম্প্রতি তার উদ্ভাবন আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেয়ে বাংলাদেশকে গৌরবান্বিত করেছে।
আরও পড়ুন: রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
সাক্ষাৎ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পরানপুর গ্রামে, শনিবার দুপুর ২টায়।
‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন মিথুন সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।