দলের সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কমিটির সঙ্গে রিজভীর মতবিনিময়

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:০২ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার (১৫ অক্টোবর) বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কমিটির সঙ্গে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কমিটির সদস্যদের উদ্দেশে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “যারা সংশ্লিষ্ট জেলাসমূহের দায়িত্বে রয়েছেন, আপনারা সবাই আন্তরিকতার সঙ্গে প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণের কাজটি সম্পন্ন করুন। যারা অসহযোগিতা করছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার কথা বলব না, কিন্তু আপনাদের যাতে কাজে সমস্যা না হয় সেই ব্যবস্থা আমরা নেব। ইতিমধ্যে যেখান থেকে যতটুকু সমস্যার কথা জানতে পেরেছি, তা সমাধান করার চেষ্টা করছি, করেছি। আপনাদের কাজের অগ্রগতির পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবহিত করে একটি মিটিং করা হবে। প্রত্যাশা করছি এর মধ্যে আপনারা অর্জিত কাজে আরও অগ্রসর হবেন।”

আরও পড়ুন: তিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক

এ সময় দায়িত্বপ্রাপ্তদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দিকনির্দেশনাও দেন তিনি।