বিমানবন্দরের আগুনে ১২ হাজার কোটি টাকার ক্ষতি: ইএবি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৫ | আপডেট: ৭:৩৮ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে সব মিলিয়ে প্রায় ১ বিলিয়ন ডলার বা ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)। সোমবার (২০ অক্টোবর) সকালে এক জরুরি ব্রিফিংয়ে ইএবি এই তথ্য জানায়। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, প্রাথমিক মূল্যায়নে দেখা যাচ্ছে, কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ রপ্তানি পণ্য, যন্ত্রপাতি ও অবকাঠামো ধ্বংস হয়েছে। এ ঘটনায় দেশের শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, বরং আন্তর্জাতিক ভাবমূর্তিতেও বড় ধরনের আঘাত লেগেছে, যা দেশের রপ্তানি খাতের জন্য গভীর উদ্বেগের বিষয়।

ইএবি নেতারা জানান, দেশের অন্যতম রপ্তানি হাব হিসেবে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে প্রতিদিন কোটি কোটি টাকার পণ্য প্রক্রিয়াকরণ হয়। সেখানে এই অগ্নিকাণ্ডে বহু রপ্তানিকারক প্রতিষ্ঠান মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে।

আরও পড়ুন: শাপলা না পেলে আইনিভাবে লড়াই করবো: সারজিস আলম

গত শনিবার গভীর রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট প্রায় ২৭ ঘণ্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে সরকার ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে, যা দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করবে বলে জানা গেছে।

ইএবি জানিয়েছে, তারা রপ্তানিকারকদের ক্ষয়ক্ষতির পূর্ণ তালিকা তৈরি করছে এবং সরকারকে আর্থিক সহায়তা ও পুনর্বাসন তহবিল গঠনের আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন: জুলাই যোদ্ধাদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত