অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে উদ্যেগে

সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীদের খাদ্য বিতরণ ও অসুস্থ ঘোড়াদের চিকিৎসা কর্মসূচি

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৫ | আপডেট: ২:৩১ অপরাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে প্রাণী ও প্রকৃতি সংরক্ষণের জন্য নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংস্থাটি আগামী দিনে দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে— সেন্ট মার্টিন দ্বীপে অভুক্ত প্রাণীদের খাদ্য বিতরণ এবং কক্সবাজারে অসুস্থ ঘোড়াদের চিকিৎসা ও খাদ্য প্রদান।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটক নিষেধাজ্ঞার সময় এই কর্মসূচির মাধ্যমে দেশের মানুষদের মধ্যে প্রাণীপ্রেম ও মমত্ববোধ জাগ্রত করা হবে। ২২ অক্টোবর সরকারী অনুমতিসাপেক্ষে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর একটি দল সেন্টমার্টিন দ্বীপে পৌঁছাবে। সেখানে উপস্থিত হয়ে অভুক্ত কুকুরদের জন্য বিশেষভাবে রান্না করা সুষম খাদ্য বিতরণ করা হবে।

আরও পড়ুন: আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে

এই কার্যক্রমে নেতৃত্ব দেবেন সংস্থার প্রধান সমন্বয়কারী ও বিএনপি পরিবারের আহবায়ক সিনিয়র সাংবাদিক জনাব আতিকুর রহমান রুমন, এছাড়া অংশ নেবেন আহবায়ক আদনান আজাদ, সদস্য তৌফিক সিতু, সীমান্ত সরকার, ইমরান রাশেদ, শুভব্রত সরকার এবং মিজানুর রহমান (তাসিব) সহ আরও অনেক সদস্য।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সেন্টমার্টিনের প্রকৃতিকে কোনো ক্ষতি বা বর্জ্য দূষণ না করে কর্মসূচি সম্পন্ন করা হবে। ২৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত কক্সবাজারে মালিক পরিত্যক্ত অসুস্থ ঘোড়াদের চিকিৎসা এবং খাদ্য প্রদান করা হবে। ইতিমধ্যে অভিজ্ঞ প্রাণিচিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিইসি

সংস্থার সদস্যরা আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগের মাধ্যমে ‘দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল’ শ্লোগান বাস্তবায়নের পথে নতুন ধাপ এগোনো যাবে।

প্রথম ধাপে এক সপ্তাহকালব্যাপী চলবে এই কার্যক্রম। পরবর্তীতে সরকারি অনুমতি ও আনুসাঙ্গিক বিষয় সাপেক্ষে কর্মসূচি আরও কয়েক ধাপে সম্প্রসারণের চেষ্টা করা হবে।