মৃত্যুদণ্ডের রায় নিয়ে শেখ হাসিনার প্রতিক্রিয়া

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ৪:১৭ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে গভীর নিন্দা প্রকাশ করেছেন। ৫ পৃষ্ঠার এক বিবৃতিতে তিনি রায়কে “পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” হিসেবে আখ্যায়িত করেছেন।

বিবৃতিতে তিনি দাবি করেন, আওয়ামী লীগকে রাজনৈতিক শক্তি হিসেবে নিষ্ক্রিয় করার জন্য অন্তর্বর্তী সরকার এই রণনীতি হিসেবে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দিচ্ছে।

আরও পড়ুন: আমিরাতে বন্দি বাকি ২৪ বাংলাদেশি অচিরেই মুক্তি পাচ্ছেন

শেখ হাসিনা পূর্বেই বিভিন্ন অভিযোগকে “প্রহসন” বলে অভিহিত করেছেন এবং তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “যে ট্রাইব্যুনালে ন্যায্যভাবে অভিযোগ যাচাই-বাছাই করা হয়, সেখানে আমি ভয় পাই না। আমি অভিযোগকারীদের মুখোমুখি হতে প্রস্তুত।”

তিনি আরও উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারকে তিনি চ্যালেঞ্জ জানিয়েছিলেন যে, এ অভিযোগগুলোকে তারা যদি চাই, তাহলে আন্তর্জাতিক আদালতে নিয়ে যাওয়া হোক। এছাড়া, হাসিনা বলেন, “আমার মানবাধিকারের এবং উন্নয়ন-সংক্রান্ত রেকর্ড নিয়ে আমি অত্যন্ত গর্বিত।”

আরও পড়ুন: ‘গোয়েন্দা টিম গঠন করেন, লোক সাপ্লাই দেব’ ওসিকে জামায়াতের প্রার্থীর মন্তব্যে বিতর্ক

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন বেঞ্চ ১৭ নভেম্বর রায় ঘোষণা করে। রায়ে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে জুলাই–আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রাজস্বাক্ষী হিসেবে দোষ স্বীকার করা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড।

সূত্র: বিবিসি বাংলা