সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘তালাবদ্ধ’ কর্মসূচির ঘোষণা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:৪০ অপরাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একটি অংশ দাবি আদায় না হলে আগামী ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘তালাবদ্ধ’ কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মো. আনিসুর রহমান ভার্চুয়াল সভা শেষে কর্মসূচির বিষয়টি গণমাধ্যমে জানান।

তিনি বলেন, ৩ ডিসেম্বরের (বুধবার) মধ্যে সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে কার্যকরী সিদ্ধান্ত না দিলে তারা তালাবদ্ধ কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

আরও পড়ুন: ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল

এর আগে সোমবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হলেও প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে সহকারী শিক্ষকদের একটি অংশ তিন দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করে আসছেন। সংগঠনটি জানিয়েছে, দাবি বাস্তবায়নের কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় তারা বার্ষিক পরীক্ষা (তৃতীয় প্রান্তিক মূল্যায়ন) বর্জন অব্যাহত রাখবেন।

এদিকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নো ওয়ার্ক কর্মসূচির কারণে মঙ্গলবারও দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের ফিরে যেতে হচ্ছে।

আরও পড়ুন: নতুন এমপিও নীতিমালা প্রকাশ

চার দফা দাবিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা ১ ডিসেম্বর (সোমবার) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে আছেন। কিছু বিদ্যালয়ে কর্মচারীদের তত্ত্বাবধানে বিচ্ছিন্নভাবে পরীক্ষা নেওয়া হলেও অধিকাংশ স্কুলেই পরীক্ষা বন্ধ রয়েছে।

সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ জানিয়েছে, তাদের দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন ছাড়া বিকল্প নেই। সংগঠনটি আশা করছে, সরকারের পক্ষ থেকে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।