এসএসএফ সুবিধা শুধুমাত্র খালেদা জিয়ার জন্য, পরিবারের অন্য সদস্যের জন্য নয় উপদেষ্টা রিজওয়ানা হাসান

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ন, ০৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৮:৫৯ অপরাহ্ন, ০৪ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেই শুধুমাত্র স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিরাপত্তা সুবিধা দেওয়া হয়েছে; পরিবারের অন্য সদস্যদের জন্য নয়।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। রিজওয়ানা হাসান বলেন, “ভিভিআইপি প্রটোকল শুধুমাত্র বেগম জিয়ার জন্য প্রযোজ্য, পরিবারের অন্য সদস্যদের জন্য নয়।”

আরও পড়ুন: ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল

তিনি আরও জানান, এদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে পুলিশ কমিশন অধ্যাদেশ (৫ সদস্য বিশিষ্ট) পাস করা হয়েছে। নতুন কমিশন জনবান্ধব পুলিশ গঠন এবং পেশাগত অভিযোগ নিষ্পত্তি বিষয়ে সরকারকে সুপারিশ প্রদান করবে।

রিজওয়ানা হাসান গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে দুটি সংশোধনী বিষয়েও জানান। প্রথমত, পোস্টাল ভোট সাধারণ ভোটের সঙ্গে একইসঙ্গে গণনা হবে। দ্বিতীয়ত, একাধিক সিল থাকলে সেই ভোট বাতিল হিসেবে গণ্য হবে।

আরও পড়ুন: নতুন এমপিও নীতিমালা প্রকাশ

গত ২৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এর পর থেকে তার নিরাপত্তার জন্য এসএসএফ ও পিজিআর সদস্যরা দায়িত্বে রয়েছেন। ইতিমধ্যে তাকে বিদেশে (লন্ডন) নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রীকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করার পর থেকেই এভারকেয়ার হাসপাতাল এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।