হাদির আদর্শে দেশ জাগবে: প্রধান উপদেষ্টা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ন, ২০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:৩৫ অপরাহ্ন, ২০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির আদর্শ ও সাহসিকতার বার্তা গোটা বাংলাদেশকে উজ্জীবিত করবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজায় অংশ নিয়ে তিনি বলেন, মানুষ এখানে শুধু কাউকে বিদায় জানাতে আসেনি, এসেছে হাদির শেখানো মাথা উঁচু করে বাঁচার মন্ত্রকে হৃদয়ে ধারণ করতে।

আরও পড়ুন: লাখো মানুষের উপস্থিতিতে শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টা বলেন, “হাদি আমাদের শিখিয়ে গেছে কখনো মাথা নত না করার শিক্ষা। তার সেই আদর্শ আজ লাখো মানুষের কণ্ঠে, অন্তরে প্রতিধ্বনিত হচ্ছে। এই চেতনাই সামনে বাংলাদেশকে পথ দেখাবে।”

তিনি আরও বলেন, শহীদ হাদির প্রেরণায় দেশবাসী ন্যায় ও সাহসের পথে ঐক্যবদ্ধ হবে। তার আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে একটি শক্তিশালী দৃষ্টান্ত হয়ে থাকবে।

আরও পড়ুন: জাতীয় কবির সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত শহীদ ওসমান হাদি

এর আগে সকালে রাজধানীর একটি হাসপাতালে শহীদ হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে মরদেহ গোসল ও প্রস্তুতির পর সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে শোকমিছিলসহ তা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হয়।

দুপুরের দিকে মানিক মিয়া অ্যাভিনিউ, ফার্মগেট, বিজয় সরণি ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। জানাজায় অংশ নিতে বিভিন্ন বয়স ও শ্রেণিপেশার মানুষ সেখানে উপস্থিত হন।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শহীদ শরিফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হবে।