ভারতীয় পর্যটকদের জন্য ভিসা দেওয়া ‘সীমিত’ করল বাংলাদেশ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ন, ০৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৪:০৮ অপরাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসগুলি থেকে ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া সীমিত করা হয়েছে। এর আগে দিল্লি ও আগরতলায় অবস্থিত বাংলাদেশের কনসুলেটগুলো থেকে পর্যটক ভিসা দেওয়া বন্ধ হয়েছিল।

বর্তমানে শুধুমাত্র গুয়াহাটিতে অবস্থিত অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের দফতর থেকে ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া হচ্ছে। কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সূত্রগুলো নিশ্চিত করেছে, বুধবার থেকে এই সীমিত ভিসা কার্যক্রম শুরু হয়েছে।

আরও পড়ুন: শিক্ষার লক্ষ্য শুধু চাকরি নয়, সৃজনশীল মানুষ গড়ে তোলা: প্রধান উপদেষ্টা

উপদূতাবাস সূত্রে জানা গেছে, সীমিত হলেও বাণিজ্যিক ভিসাসহ অন্যান্য ভিসা দেওয়া অব্যাহত আছে।

পেছনের প্রেক্ষাপট হিসেবে উল্লেখ্য, ২০২৪ সালের ৫ই আগস্ট গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে থাকা চারটি ভারতীয় ভিসা কেন্দ্র ভাঙচুরের শিকার হয়। তখন ঢাকায় ভিসা কেন্দ্রের বাইরে বিক্ষোভও দেখা দেয়। পরবর্তীতে ভারত সব ধরনের ভিসা কার্যক্রম স্থগিত করে। কিছুদিন পর কেবল জরুরি ভিসা কার্যক্রম চালু হলেও পর্যটক ভিসা মূলত বন্ধ থাকে। বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটক ভিসাও পুরোপুরি বন্ধ রয়েছে।

আরও পড়ুন: ঢাকায় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা