ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে মিডিয়া উপ কমিটি গঠন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা–১৭ আসনে নির্বাচনী প্রচার কার্যক্রম জোরদার করতে জিয়াউর রহমান ফাউন্ডেশন একটি মিডিয়া উপ-কমিটি গঠন করেছে। মঙ্গলবার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে জাহিদুল ইসলাম রনিকে আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন ইঞ্জিনিয়ার মো. এনামুল হক এবং সমন্বয়ক হিসেবে দায়িত্বে আছেন ইঞ্জিনিয়ার আবু হানিফ।
আরও পড়ুন: এবার গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
মিডিয়া উপ-কমিটির সদস্য হিসেবে রয়েছেন কৃষিবিদ অধ্যাপক আবুল বাশার, সাংবাদিক এরফানুল হক নাহিদ, সাংবাদিক নাজমুল ইমাম, সাংবাদিক মো. ফরহাদুল ইসলাম ফরিদ, সাংবাদিক মোমিন হোসেন, সাংবাদিক রাশেদুল হক, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বিপ্লব, সাংবাদিক আজিজুর রহমান কিরণ, মাসুদ রানা লিটন, মোস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, ডা. এম আর হাসান, কৃষিবিদ নাহিয়ান হোসেন নিনাদ, সাখাওয়াত হোসেন খন্দকার, সাংবাদিক মাহফুজ কবির মুক্তা ও মো. আবদুল আউয়াল খান।
আরও পড়ুন: পিছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে: ডা. রফিক





