বেনজীর-আজিজের দুর্নীতির দায় সরকারকেই নিতে হবে : ইসলামী আন্দোলন

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ন, ০৪ জুন ২০২৪ | আপডেট: ১১:৪৯ পূর্বাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বেনজীর-আজিজের দুর্নীতির দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, সেনাপ্রধান বানানোর ক্ষেত্রেও আজিজের সিনিয়রদেরকে ডিঙ্গিয়ে তাকে সেনাপ্রধান করা হয় এবং আজিজ এবং বেনজীর দায়িত্বে থাকাবস্থায় বিদেশের স্যাংশন দেয়া হয়। তারপরও বেনজীর প্রমোশন দেয়া হয়েছে। বেনজীরকে দেশত্যাগে সরকার সুযোগ করে দিয়েছে। সরকার সুযোগ করে না দিলে বেনজীর দেশত্যাগ কোনভাবে করতে পারতো না। ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, বেনজীর-আজিজসহ প্রশাসনে আরো যারা দুর্নীতিবাজ আছে সকলের দুর্নীতির দায় সরকারকেই নিতে হবে। বেনজীর-আজিজ প্রশাসনকে ব্যবহার করেই দুর্নীতি করে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। দুদকের উচিত বিগত ১৬ বছর ধরে অবৈধভাবে যারা সরকারের দায়িত্ব আছে, সকল এমপি-মন্ত্রীর সম্পদের হিসাব-নিকাশ নেয়া এবং জাতির সামনে পেশ করা।

আজ পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন, দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব হারুন অর রশিদ, মাওলানা নেছার উদ্দিন, আল্লামা মকবুল হোসাইন, মাওলানা খলিলুর রহমান, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, অ্যাডভোকেট এম হাছিবুল ইসলাম, আব্দুল আঊয়াল মজুমদার।

আরও পড়ুন: অসহায় পরিবারের দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান

ইসলামী আন্দোলনের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ বলেন, বেনজীর সাহেব প্রশাসনের দায়িত্ব থাকাবস্থায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অফিসার্সদের এক প্রোগ্রামে প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক বক্তব্য দিয়ে সমালোচিত হয়েছিলেন। কাজেই সরকার এদের দুর্নীতির দায় এড়ানোর কোন সুযোগ নেই।

তিনি বলেন, আজিজ-বেনজীররা যেভাবে দেশের সম্পদ লুটপাট করেছে, এমন আরো অনেক বেনজীর-আজি প্রশাসনে রয়েছে, সরকারের মন্ত্রণালয়ে রয়েছে। সকল দুর্নীতিবাজদের সম্পদ ফিরিয়ে আনতে হবে এবং তাদের আইনের আওতায় আনতে হবে।

আরও পড়ুন: একটি গোষ্ঠী মব সন্ত্রাসকে ক্যানসারে পরিণত করেছে: রিজভী