শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে কক্সবাজার যাবেন তারেক রহমান
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সফরকালে তিনি পেকুয়া উপজেলায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।
সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির প্রচার সম্পাদক আকতার উদ্দিন চৌধুরী। তিনি জানান, নির্ধারিত সূচি অনুযায়ী সফর বাস্তবায়িত হলে এটি হবে তারেক রহমানের কক্সবাজারে প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি।
আরও পড়ুন: এবার গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
দীর্ঘদিন পর তারেক রহমানের কক্সবাজার সফরকে ঘিরে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় নেতারা বলছেন, এই সফর রাজনৈতিকভাবে কক্সবাজার বিএনপির জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।
এদিকে সফরের সময় উখিয়ায় গুলিতে নিহত বিএনপি কর্মী জাগির হোসেনের পরিবারের খোঁজ নেওয়ার দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। উখিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আহমদ শাকিল বলেন, জাগির হোসেন ছিলেন আন্দোলনের একজন নিবেদিত কর্মী। তার পরিবার ও কবর জিয়ারত করা হলে কর্মীদের মনোবল আরও দৃঢ় হবে।
আরও পড়ুন: পিছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে: ডা. রফিক
উল্লেখ্য, আগামী ১১ জানুয়ারি দীর্ঘ ১৯ বছর পর বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান। পরদিন ১২ জানুয়ারি রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের কর্মসূচিও রয়েছে তার।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় সংঘর্ষের সময় গুলিতে নিহত হন ওয়াসিম আকরাম। তিনি চট্টগ্রাম কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।





