জাবি শিক্ষিকার মৃত্যুর ঘটনায় জামায়াত আমির ও ছাত্রশিবিরের শোক

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৫:৫৭ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনার সময় চারুকলা বিভাগের লেকচারার জান্নাতুল ফেরদৌস মৌমিতা আকস্মিকভাবে মারা গেছেন। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

শুক্রবার তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। জামায়াত আমির বলেন, আল্লাহ তাকে ক্ষমা করুন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। পরিবারের সবাইকে ধৈর্য ধরার তাওফিক দিন। একইভাবে ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, মরহুমকে আল্লাহ ক্ষমা করুন। পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীদের ধৈর্য ধারণের তাওফিক দিন।

আরও পড়ুন: ফখরুলের আসন দাবির মন্তব্যের প্রমাণ চাইল জামায়াত

জান্নাতুল ফেরদৌস জাকসু নির্বাচনে প্রীতিলতা হলের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার সকালে ভোট গণনা কার্যক্রমে অংশ নিতে তিনি ক্যাম্পাসে পৌঁছালে নির্দিষ্ট কক্ষে পৌঁছার আগেই অসুস্থ হয়ে পড়েন। দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় শুরু হয় জাকসু ও হল সংসদের ভোটগ্রহণ। ভোটগ্রহণের ৫ ঘণ্টা পর গণনা শুরু হয়। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১,৭৫৯। কেন্দ্রীয় সংসদে ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। ভিপি পদে ৯ জন, জিএস পদে ৮ জন, আর এজিএস পদে ৬ জন নারী ও ১০ জন পুরুষ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন: বিএনপির কাছে কত আসন চেয়েছে জামায়াত, জানালেন মির্জা ফখরুল