‘শাপলা কলি’ প্রতীক ইসির তালিকায়, সমালোচনায় এনসিপি: ‘আমাদের ছোট করে দেখানোর চেষ্টা’

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪৩ পূর্বাহ্ন, ৩১ অক্টোবর ২০২৫ | আপডেট: ৮:৪৩ পূর্বাহ্ন, ৩১ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নির্বাচন কমিশনের ঘোষিত নতুন রাজনৈতিক প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত হওয়ায় আপত্তি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, পূর্ণাঙ্গ শাপলা ব্যবহার না করে ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করা এনসিপিকে ইচ্ছাকৃতভাবে ছোট বা অনুজ দল হিসেবে দেখানোর প্রচেষ্টা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে যুবশক্তির আয়োজিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

আরও পড়ুন: ‘নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে কোনো সদুত্তর পাইনি’

সামান্তা শারমিন বলেন, শাপলার কলি দেওয়া গেলে পূর্ণ শাপলাই দেওয়া সম্ভব ছিল। তাহলে কেন অসম্পূর্ণ প্রতীক? এতে আবারও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হলো। মনে হচ্ছে, ইসি কোনো বড় রাজনৈতিক শক্তির সহায়ক ভূমিকায় কাজ করছে।

তিনি দাবি করেন, এমন বিতর্কিত সিদ্ধান্ত সুষ্ঠু নির্বাচন আয়োজনের পরিবেশকে আরও অনিশ্চিত করে তোলে। তার ভাষায়, নির্বাচন কমিশন যদি প্রতীক বাছাই প্রক্রিয়াতেই পক্ষপাত করে, তাহলে জাতি কীভাবে বিশ্বাস করবে যে তারা নিরপেক্ষ ভোট পরিচালনা করতে পারবে?

আরও পড়ুন: কাবিনে যেহেতু স্বাক্ষর করেছেন, সংসারও করতে হবে: হাসনাত আবদুল্লাহ

এদিকে, নির্বাচন কমিশন বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ সংযোজন করেছে। নির্বাচন বিধিমালা ২০০৮ সংশোধন করেই নতুন প্রতীক যুক্ত করা হয়।