হাদির শুরু করা সাংস্কৃতিক লড়াই পরিপূর্ণ করার প্রত্যাশা আখতার হোসেনের

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ন, ২০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৬:০১ অপরাহ্ন, ২০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি যে সাংস্কৃতিক প্রতিরোধের সূচনা করেছিলেন, তা পূর্ণতা দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবন এলাকায় শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আরও পড়ুন: খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: আমিনুল হক

আখতার হোসেন বলেন, আল্লাহ শরিফ ওসমান হাদি ভাইকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সংগ্রামে কবুল করেছেন। এই বাংলাদেশ যেন আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের মতো করে পরিচালিত হতে পারে, সেটাই আমাদের কামনা। তিনি বলেন, দেশকে সব ধরনের বিদেশি আগ্রাসন, বিশেষ করে ভারতীয় আধিপত্য থেকে মুক্ত রাখতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, এই দেশে যেন গণতান্ত্রিক ধারা সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকে এবং হাদি ভাই যে সাংস্কৃতিক লড়াই শুরু করেছিলেন, তা যেন আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারি—এই দোয়াই আমরা করি। একই সঙ্গে তিনি শহীদ শরিফ ওসমান হাদির পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের জন্য দোয়া কামনা করেন।

আরও পড়ুন: হাদির হত্যাকাণ্ডে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ইঙ্গিত: সালাহউদ্দিন

আখতার হোসেন বলেন, শহীদ আবরার ফাহাদ, শহীদ আবু সাঈদসহ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। তারা যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেই পথেই যেন আমরা কাজ করে যেতে পারি।

তিনি দল-মত নির্বিশেষে সবাইকে জুলাইয়ের চেতনাকে ধারণ করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তার ভাষায়, সব বিভাজন ভুলে গিয়ে জুলাইয়ের পক্ষে দাঁড়িয়ে বাংলাদেশকে রক্ষা করাই আজ সময়ের দাবি।