রপ্তানি বৃদ্ধির কৌশল নির্ধারণ
জেদ্দা এক্সপো-তে বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে কনস্যুলেটের মতবিনিময় সভা

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত '৩য় ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৫'-এ অংশগ্রহণকারী রপ্তানিকারকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা। এই সভায় মধ্যপ্রাচ্যের বিপুল সম্ভাবনাময় বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি সম্প্রসারণের কৌশল বিষয়ে আলোচনা করা হয়।
জেদ্দাস্থ স্থানীয় একটি হোটেলে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কনসাল জেনারেল জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নার্গিস মোর্শেদা, কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবাসহ কন্স্যুলেটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আরও পড়ুন: জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারের সুযোগ, জেদ্দায় প্রাথমিক নিবন্ধনে কম সাড়া
এ বছর এক্সপোতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— বাদন ফ্যাশন লিমিটেড, ফারিহা নিট টেক্স লিমিটেড, রিনাউন অ্যাপারেলস লিমিটেড, ইনফিনিটি আউটফিট লিমিটেড, আরাবি ফ্যাশন লিমিটেড, ভিজুয়াল নিটওয়ারস লিমিটেড, আনাম গার্মেন্টস লিমিটেড। বেঞ্চমার্ক অ্যাপারেলস লিমিটেড, সানড্রাই ওয়্যারস লিমিটেড, এক্সপেরিয়েন্স গ্রুপ।
অংশগ্রহণকারী রপ্তানিকারকগণ এক্সপোতে তাদের অভিজ্ঞতা তুলে ধরে জানান, সৌদি বায়ারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে এবং বেশ কিছু প্রাথমিক অর্ডার পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তারা আশা প্রকাশ করেন, সৌদি আরবের দ্রুত পরিবর্তনশীল বাজার এবং নতুন অর্থনৈতিক নীতি বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।
আরও পড়ুন: লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩০৯ বাংলাদেশি
কনসাল জেনারেল তাঁর বক্তব্যে রপ্তানিকারকদের সফল অংশগ্রহণের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, "বাংলাদেশ কনস্যুলেট জেদ্দা সবসময় আপনাদের পাশে আছে। এই এক্সপো মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বিশাল বাজারে প্রবেশে আমাদের জন্য একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে। বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পণ্যের গুণগত মান বজায় রেখে নকশা ও প্যাকেজিংয়ে আরও মনোযোগ দিতে হবে।"
তিনি আরও বলেন যে, জেদ্দা কনস্যুলেট বাংলাদেশি ব্যবসায়ীদের সুবিধার্থে সৌদি চেম্বার অব কমার্স ও অন্যান্য স্থানীয় ব্যবসায়ী সংগঠনের সাথে নিয়মিত যোগাযোগ রাখবে। বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নার্গিস মোর্শেদা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সরকারি নীতি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
রপ্তানিকারকগণ কনসাল জেনারেলের এই মতবিনিময় সভা আয়োজনকে আন্তরিক উদ্যোগ হিসেবে প্রশংসা করেন এবং ভবিষ্যতে সৌদি-বাংলাদেশ বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। এক্সপো উপলক্ষ্যে বাংলাদেশ থেকে আগত রপ্তানিকারক, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সম্মানে স্থানীয় হোটেলে একটি নৈশভোজের আয়োজন করা হয়।