এশিয়া কাপে বিজ্ঞাপনের ১০ সেকেন্ড ২০ লাখ টাকা!

এশিয়া কাপ মানেই বাড়তি উত্তেজনা। দর্শকদের সেই আগ্রহকে ঘিরেই বিজ্ঞাপন বাজারে শুরু হয়েছে তুমুল প্রতিযোগিতা। সম্প্রচার স্বত্বাধিকারী প্রতিষ্ঠান সনি স্পোর্টস জানিয়েছে, মাত্র ১০ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারের জন্য খরচ করতে হবে ১৬ লাখ রুপি যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ লাখ টাকারও বেশি।
শুধু একটি ম্যাচেই বিজ্ঞাপন দিতে চাইলে খরচ দাঁড়াবে প্রায় সাড়ে চার কোটি রুপি। তবে শর্ত হলো, ভারত-পাকিস্তান ম্যাচের পাশাপাশি অন্য ম্যাচেও বিজ্ঞাপনের স্পট বুকিং করতে হবে।
আরও পড়ুন: মেসিকে ২০২৬ বিশ্বকাপে চান ডি মারিয়া
স্পন্সরশিপের বিশাল অঙ্ক, কো-স্পন্সরশিপ (টিভি): ১৮ কোটি রুপি, সহযোগী স্পন্সরশিপ (টিভি): ১৩ কোটি রুপি, কো-স্পন্সরশিপ (ডিজিটাল): ৩০ কোটি রুপি, হাইলাইটস স্পন্সরশিপ: ৩০ কোটি রুপি, সহযোগী স্পন্সরশিপ (ডিজিটাল): ১৮ কোটি রুপি, ভারত-পাকিস্তান ম্যাচেই সবচেয়ে বেশি উত্তেজনা
এশিয়া কাপের সবচেয়ে বড় আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচ। সর্বোচ্চ তিনবার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখার সম্ভাবনা রয়েছে। এর প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর।
আরও পড়ুন: বিপিএলে স্পট ফিক্সিং তদন্তে চাঞ্চল্যকর তথ্য: ম্যাচ হারের জন্য ৪০০ কোটি টাকার প্রস্তাব
বিশ্লেষকদের মতে, এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়া আয়োজন কল্পনাই করা যায় না। আর সেই উত্তেজনাকেই পুঁজি করে আয়োজকরা কোটি কোটি টাকা আয় করছে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে।