ফরাসি কাপের শেষ ৩২ থেকেই ছিটকে গেল পিএসজি
নিজেদেরই তৈরি খেলোয়াড়ের গোলেই ফরাসি কাপ থেকে বিদায় নিতে হলো বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি)। সোমবার (স্থানীয় সময়) একমাত্র গোল করা জোনাথান আইকোনের কাছে পর্যদুস্ত হয়ে শেষ ৩২ পর্ব থেকেই টুর্নামেন্ট ছাড়ে ফরাসি জায়ান্টরা।
প্যারিস এফসির হয়ে খেলা আইকোনে—যিনি একসময় পিএসজির যুব দলের খেলোয়াড় ছিলেন—ম্যাচের ৭৪তম মিনিটে গোলটি করেন। তার সেই গোলেই আন্ডারডগ প্যারিস এফসি ১-০ ব্যবধানে জয় তুলে নেয়।
আরও পড়ুন: মোস্তাফিজ বিশ্বকাপ দলে থাকলে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে: আইসিসির চিঠি
ম্যাচে শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল পিএসজি। প্রথমার্ধে আলমানি গোরির শট সেভ করেন স্বাগতিকদের গোলরক্ষক লুকাস শাভেলিয়ের। এরপর ভিতিনহা ও ব্রাডলি বারকোলার একাধিক সুযোগ নষ্ট করে সফরকারীরা।
দ্বিতীয়ার্ধেও পিএসজি আক্রমণ অব্যাহত রাখে। খভিচা কভারাৎসখেলিয়া ও গনসালো রামোসের শট ঠেকিয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখান প্যারিস এফসির গোলরক্ষক ওবেদ এনকামবাদিও। উসমান দেম্বেলের প্রচেষ্টাও ব্যর্থ করে দেন তিনি।
আরও পড়ুন: বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন আইসিসি প্রধান
তবে ম্যাচের মোড় ঘুরে যায় ৭৪তম মিনিটে। মাঝমাঠে বল কেড়ে নিয়ে বদলি নামা ইলান কেব্বাল ডান দিক দিয়ে বক্সে ঢুকে পাস দেন আইকোনের কাছে। কোনো ভুল না করে সাবেক ক্লাবের বিপক্ষে গোলটি করে দলকে এগিয়ে দেন তিনি।
গোল হজমের পর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে পিএসজি। শেষ দিকে দেসিরে দুয়ো ও ভিতিনহার শট অল্পের জন্য গোলপোস্টের বাইরে দিয়ে যায়। ৮৭তম মিনিটে ওয়ারেন জাইরে-এমেরির শট গোলপোস্টে লেগে ফিরে আসে, যা পিএসজির হতাশা আরও বাড়িয়ে দেয়।
এটি ছিল প্যারিসের দুই ক্লাবের মধ্যে ইতিহাসের চতুর্থ মুখোমুখি লড়াই। মাত্র আট দিন আগে একই ভেন্যুতে লিগ ওয়ানে প্যারিস এফসিকে ২-১ গোলে হারিয়েছিল পিএসজি। তবে ফরাসি কাপে এসে সেই ফলের পুনরাবৃত্তি করতে ব্যর্থ হলো তারা।
এই পরাজয়ের মধ্য দিয়ে ফরাসি কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নও ভেঙে গেল প্যারিস সেন্ট জার্মেইয়ের।





