আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড কিশোরগঞ্জে
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে হাওড় অধ্যুষিত এই উপজেলায় তাপমাত্রা মাপা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস।
রোববার (২৮ ডিসেম্বর) সকালেও নিকলীতে তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট অনুযায়ী, সোমবারও দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা নিকলী উপজেলায়ই রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, আকাশ আংশিক মেঘলা
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববারের তুলনায় সোমবার শীতের তীব্রতা কিছুটা কমলেও এলাকার ওপর দিয়ে এখনও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মাসজুড়ে শীতের প্রভাব অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবং শীতের তীব্রতা কমার তেমন আশা করা যাচ্ছে না।
এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষজন। পাশাপাশি হাওড়াঞ্চলে বোরো ধান চাষের মৌসুম থাকায় কৃষকরাও অতিরিক্ত দুর্ভোগে পড়েছেন।
আরও পড়ুন: শৈত্যপ্রবাহের মধ্যেই সুখবর দিলো আবহাওয়া অধিদপ্তর
নিকলী আবহাওয়া অফিসের টেলিপ্রিন্টার অপারেটর বদরুল আমিন খান টিপু এই তথ্য নিশ্চিত করেছেন।





