সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান
গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এই অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজে সাংবাদিক ও সম্পাদকদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বার্তা সংস্থাগুলোর শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারাও এতে অংশ নেন।
আরও পড়ুন: এবার গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেকগুলো বছর সংগত কারণেই দলের প্রধান তারেক রহমানের সঙ্গে দেশের গণমাধ্যম সম্পাদক, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সরাসরি দেখা-সাক্ষাৎ কিংবা শুভেচ্ছা বিনিময় হয়নি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলতে আগ্রহ প্রকাশ করায় এই আয়োজন করা হয়েছে।
দীর্ঘ দেড় যুগ যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পাঁচ দিনের মাথায়, ৩০ ডিসেম্বর, তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল করেন। শোকের এই সময় পার করে গতকাল শুক্রবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়।
আরও পড়ুন: পিছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে: ডা. রফিক
চেয়ারম্যান ঘোষণার পরদিনই প্রথম কর্মসূচি হিসেবে গণমাধ্যমের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করায় এটিকে রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিএনপি নেতাদের মতে, গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।





