কুড়িগ্রামে ধানখেত থেকে তরুণের লাশ উদ্ধার

ধানখেত থেকে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। কুড়িগ্রাম জেলা শহরের নামা ভেলাকোপা এলাকায় থেকে মো. লিংকন হোসেন (২০) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। রবিবার (১৩ আগস্ট) সকালে ভেলাকোপা এলাকার একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। লিংকন ওই এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে ধানখেতের আইলের পাশে জমিতে লিংকনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, রাতে কোন এক সময় অতিরিক্ত মাদক সেবন করার ফলে তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে কাপাসিয়ায় সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, মরদেহের সঙ্গে মাদকের আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত মাদক সেবন করে পানিতে পড়ে শ্বাসরোধে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।