কলমাকান্দা থানার ওসির সঙ্গে সাংবাদিক এসএম শামীমের সৌজন্য সাক্ষাৎ

SM Shamim
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২৪ অপরাহ্ন, ১৭ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ৭:২৯ পূর্বাহ্ন, ১৭ ডিসেম্বর ২০২৩
ছবি : বাংলাবাজার পত্রিকা
ছবি : বাংলাবাজার পত্রিকা

নেত্রকোনার কলমাকান্দা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সদস্য এসএম শামীম।

শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় কলমাকান্দা থানায় গিয়ে ওসি লুৎফুল হককে শুভেচ্ছা জানান এসএম শামীম।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতার বিরোধে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর

সাক্ষাতকালে দুজনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন ওসি মুহাম্মদ লুৎফুল হক।

উল্লেখ্য, সাংবাদিক এসএম শামীমের গ্রামের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়। বর্তমানে তিনি বাংলাবাজার পত্রিকার অনলাইন ও মাল্টিমিডিয়া বিভাগের দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন: নাসিরনগরে বিএনপির উদ্যোগে দলের জাঁকজমকপূর্ণ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন