যশোরে ট্রাফিক পুলিশের সাথে শিক্ষার্থীরা যানজট নিরসনে কাজ করছে

ভয়-ভীতি অভিমান ভেঙে সাত দিন পর যশোরে শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সড়কের শৃঙ্খলা ফেরাতে কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ সদস্যরা সোমবার (১২ই আগষ্ট) সকাল থেকে জেলা শহরের কোটের মোড়, দড়াটানা, চিত্রা মোড়, মনিহার, পালবাড়ি মোড়, চাঁচড়া চেকপোস্ট , থানার মোড়, আরাপপুর মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশের সদস্যরা বৈষম্য বিরোধী আন্দোলন শিক্ষার্থীদের সাথে কাজ শুরু করেছেন। এতে স্বস্তি নেমেছে জেলার সাধারণ মানুষের মাঝে।
ট্রাফিফ বিভাগ জানায়, জেলার ৮ উপজেলার অন্তত ৫০ টি গুরুত্বপূর্ণ স্থানে তারা কাজ শুরু করেছেন। এতে তাদের সহযোগীতা করছে শিক্ষার্থীসহ রেডক্রিসেন্টের সদস্যরা।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ২০০ বছরের পুরোনো কাইকারটেক হাট
এদিকে কাজে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা। সকালে কোটের মোড়ে কর্মরত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সেসময় তাদের পেশাগত দ্বায়িত্ব পালনে সকল প্রকার সহযোগিতারও আশ্বাস দেন শিক্ষার্থীরা।
যশোর ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, সকাল থেকেই যশোরের ট্রাফিক সদস্যরা জেলার বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করে যাচ্ছে। আমাদের ট্রাফিকের কাজে সহযোগিতা করছে শিক্ষার্থীরাও। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা আবারো স্বাভাবিক অবস্থায় ফিরে যাব।
আরও পড়ুন: পটুয়াখালীতে সেনা-পুলিশের যৌথ অভিযানে গাঁজা ও ইয়ার গানসহ যুবক আটক
বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের যশোরের সমন্বয়ক মাসুম বিল্লাহ বলেন, আমরা ট্রাফিক পুলিশকে নির্ভয় দিয়ে তাদের কাজে ফিরিয়েছি। পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের স্বেচ্ছাস শ্রম সংগঠন ট্রাফিক পুলিশের কাজে সহযোগিতা করে যাচ্ছে। আশা করা হচ্ছে দুই-এক দিনের ভিতরে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।