রংপুরে এক দফা দাবিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিক্ষোভ

‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সবত্র আমরা’ শ্লোগানকে মনে ধারণ করে ‘তুমি কে আমি কে আনসার-আনসার’ ‘এক দফা এক দাবি জাতীয় করণ-জাতীয় করণ’ ‘আমরা সবাই একত্রিকরণ, আনসার হোক জাতীয়করণ’ ‘আর নয় চুক্তি, এবার হউক মুক্তি’ শ্লোগানে মূখরিত হয়ে রংপুরে এক দফা দাবিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিক্ষোভ কর্মসূচির পালন করেছে।
রবিবার (২৫ আগস্ট) সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর বিভাগের সকল আনসারদের উপস্থিতিতে রংপুর প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ কর্মসূচির মধ্যে ছিলো শ্লোগানে মূখরিত মানববন্ধন, বিক্ষোভ মিছিল, মিছিল নিয়ে রংপুর রেঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা অফিস ঘেড়াও পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাব চত্বর এসে রাস্তা বন্ধ করে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন ।
আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত
এ সময় আনসার বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ১৯৪৮ সালে প্রতিষ্ঠা হয় আনসার বাহিনী। পুলিশের পাশাপাশি দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে এই বাহিনী। কিন্তু আমরা তিন বছরের চুক্তিতে কাজ করি। তিন বছর পর ৫-৬ মাস বাসায় বসে থাকতে হয় পরে আবার ডাক পরলে আমাদের কাজে যোগ দিতে হয় পরের তিন বছরের জন্য। আমাদের যা বেতন তাতে এমনিতেই সংসার চলে না তার উপর আবার ৫-৬মাস বসে থাকতে হয়। তাই আমাদের দাবি একটাই আমাদের চাকুরি জাতীয়করণ করতে হবে। দাবি আদায়ের লক্ষে আমরা আমাদের কর্ম বন্ধ রেখে মাঠে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।
এ ব্যাপারে আনসার ও প্রতিরক্ষা বাহিনীর উর্দ্ধতণ কর্মকর্তাগণ সাংবাদিকদের সাথে কথা বলতে চাচ্ছেন না।
আরও পড়ুন: সাভারে পাচারকালে পিকআপসহ সাড়ে ৬ লাখ টাকার টিসিবি’র পণ্য জব্দ, আটক-১
কর্মসূচিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমন্বয়ক জাহাঙ্গীর আলম, উজ্জল চন্দ্র, রেজাউল করীম, অনুকুল চন্দ্র, আজিজুল ইসলাম, দৌলত, মাসুদ রানা, রেহানা, আব্দুল কাদেরসহ কয়েকজনের নেতৃত্বে রংপুর বিভাগের সকল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাধারন সদস্যরা উপস্থিত ছিলেন।