পটিয়া থানায়

পুলিশের অভিযানে শুটকি ও টাকা উদ্ধার, ২ ছিনতাইকারী গ্রেফতার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ন, ১৯ মার্চ ২০২৫ | আপডেট: ১২:৪৯ অপরাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পটিয়া থানার পুলিশ সফল অভিযান চালিয়ে ৫ কেজি শুটকি এবং শুটকি বিক্রির নগদ ৫০০ টাকা উদ্ধারসহ ২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। মামলার বাদী, ফরিদুল আলম, একজন শুটকি ব্যবসায়ী, (১২ ফেব্রুয়ারি)  চন্দনাইশ খাঁ-হাটে সারা দিনব্যাপী শুটকি বিক্রি শেষে রাতে ৫৫,০০০ টাকার মূল্যের শুটকি নিয়ে পটিয়ার উদ্দেশ্যে রওনা হন। রাতে প্রায় ১০ টার দিকে, পটিয়া থানাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শ্রীমাই ব্রীজ পাড় হওয়ার পর অজ্ঞাতনামা অটোরিকশাচালক এবং তার সহযোগী আরও তিনজন আসামি তাকে জোরপূর্বক অটোরিকশা থেকে নামিয়ে মারধর করে শুটকি ছিনতাই করে নেয়।

বাদী ফরিদুল আলম (১৮ মার্চ) পটিয়া থানায় এসে এ বিষয়ে এজাহার দায়ের করেন, এবং এ ঘটনায় পটিয়া থানায় মামলা নং-৩৬ (১৮/৩/২৫) পেনাল কোড ৩৯৪ ধারায় রুজু হয়।

আরও পড়ুন: পঞ্চগড়ে তীব্র শীত, তেঁতুলিয়ায় পাঁচ দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

ঘটনার তদন্তে নেমে পটিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ জনাব আবু জায়েদ মোঃ নাজমুন নূর এর নেতৃত্বে তদন্তকারী অফিসার এসআই (নিঃ) মোঃ ইমরুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান। গোপন সংবাদের ভিত্তিতে (১৮ মার্চ) তারিখে রাত ৪ টায় পটিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের বাহুলী সাকিন এলাকা থেকে ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুইজন আসামি গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ হোসেন বাবুল (২২), পিতা-জাফর আলম, এবং মোঃ আরফান @গুরিয়া (১৯), পিতা-আব্দুর রহিম, যাদের উভয়ই টেকনাফ জেলার বাসিন্দা এবং বর্তমানে পটিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের বাহুলী এলাকায় বাসা ভাড়া থাকেন।

অভিযান চলাকালে, আসামী মোঃ হোসেন বাবুলের হেফাজত থেকে ৫ কেজি শুটকি এবং শুটকি বিক্রি থেকে অর্জিত ৫০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন: টাঙ্গাইলের সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়