মাধবপুরে দু-পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে যুবক নিহত

Any Akter
মাধবপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ন, ২৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ৪:৩৭ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে দুই পক্ষের মারামারির মাঝে পড়ে তিনগাঁও গ্রামের হোসেন আলী (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত হোসেন আলী তিনগাঁও গ্রামের মৃত আতর আলীর ছেলে। 

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হোসেন আলীকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তারেকউজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাতিলের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জে মানববন্ধন

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার (২৭ এপ্রিল) বিকেলে বিষ্ণুপুর গ্রামের রজব আলীর গ্রুপের সাথে পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার জালালপুর গ্রামের জহির মিয়ার গ্রুপের পুর্ব বিরোধের জের ধরে মারামারি শুরু হয়। এ সময় হোসেন আলী মারামারি থামাতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন হোসেন আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কোনো বিরোধে মারামারির ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি পুলিশ।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, ‘খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।নিহতের লাশ পুলিশ হেফাজতে রয়েছে।

আরও পড়ুন: ফের ৪৮ ঘন্টার আল্টিমেটাম রবি শিক্ষার্থীদের