সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে গ্রেফতার ২
সুনামগঞ্জের ছাতকে পুলিশের সাড়াশি অভিযানে বিভিন্ন থানার ৪মামলার পলাতকসহ দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে পৃথক অভিযানে আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোঃ সাদেক, এএসআই মোঃ তোহা, এএএসআই মোঃ আরিফুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে একাধিক ডাকাতি, মাদক, গরু চুরি মামলার আসামী এনামুল হককে গ্রেফতার করা হয়। সে উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মনোহর আলীর পুত্র এনামুল হক (৪০)। তার বিরুদ্ধে সিলেটের জালালাবাদ, ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের ছাতক থানায় ৪টি মামলা রয়েছে।
আরও পড়ুন: বিদ্রোহী প্রার্থী হওয়ায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদকে বহিষ্কার
পৃথক অভিযানে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। সে এসএমপির কতোয়ালী থানার জিআর-৬৪৮/২১ মামলার পলাতক আসামী।
থানার এসআই সিকান্দার আলী আসামী গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বিএনপিতে ফিরলেন একরামুজ্জামান, প্রত্যাহার করলেন মনোনয়ন





