নরসিংদীতে চাঁদা না দেওয়ায় বাড়ি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২৫ | আপডেট: ৯:৪৩ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদী সদর উপজেলার শীলমান্দী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে আপন ভাইদের বিরুদ্ধে। চাঁদা না দেওয়ায় বাড়ি দখলের চেষ্টা চালানো হয় বলে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. বিল্লাল সরকার।

ঘটনাটি ঘটে বুধবার (১৬ জুলাই) বিকেলে সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের শীলমান্দী গ্রামে।

আরও পড়ুন: কিশোরগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষ

ভুক্তভোগী বিল্লাল সরকার জানান, তিনি শীলমান্দী মৌজার আরএস ১৫২৮ ও ৭১৪ নং দাগের ৩০ শতাংশ জমি তার পিতা মো. তালেব আলী সরকারের কাছ থেকে এওয়াজ বিনিময় সূত্রে পেয়েছেন এবং দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছেন। ওই জমিতে তিনি বাড়ি নির্মাণ করছিলেন।

অভিযোগ সূত্রে জানা যায়, এই জমির ওপর নজর পড়ে তারই ভাই আল-আমিন সরকার, কবির সরকার, শুভ সরকার, দুলাল সরকার, ইথার সরকার, সবুজ সরকার, সোহেল সরকার ও পরশ সরকারের। তারা জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছিল। এর জেরে দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুন: সৌন্দর্যের স্বর্গরাজ্য ভোলাগঞ্জের সাদা পাথর কোথায় গেল?

গত ১১ মে এক হামলায় গুরুতর আহত হন বিল্লাল সরকার। এরপর তিনি নরসিংদী অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। পাশাপাশি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় আরও একটি মামলা করেন।

বিল্লালের অভিযোগ, মামলা করায় প্রতিপক্ষ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং জমি দখলে নিতে হলে ৫০ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে হুমকি দেয়। টাকা না দিলে পরিবারসহ প্রাণে মেরে ফেলার ভয়ভীতি দেখায়।

বুধবার দুপুরে প্রায় ২০–২৫ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ হামলা চালিয়ে বিল্লালের বাড়ির সামনের প্রবেশপথে জোরপূর্বক ইট দিয়ে দেয়াল নির্মাণ শুরু করে। এসময় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরবর্তীতে বিল্লাল সরকার নরসিংদী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে বিল্লাল সরকার বলেন, "আমি আমার জমিতে বৈধভাবে বসবাস ও বাড়ি নির্মাণ করছিলাম। আমার ভাই ও ভাতিজারা হঠাৎ করে জমির মালিকানা দাবি করে। স্থানীয় চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিরা বসে বিষয়টি মীমাংসা করলেও তারা তা মানতে নারাজ। বরং একাধিকবার হামলা চালিয়ে আমাকে আহত করেছে। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।"

ঘটনার সত্যতা যাচাই ও আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।