রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:০২ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫ | আপডেট: ২:৩৮ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মতিহার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কালাম পরভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের সদস্যদের মরদেহ বাড়ির ভেতরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।

আরও পড়ুন: কৃষক দল নেতা খন্দকার নাসিরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমানের কাছে মহিলা দলনেত্রীর আবেদন

এই প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ১০টা) নিহতদের নাম-পরিচয় এবং মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো ঘটনা—তা নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উৎকণ্ঠা ও শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন