ইরানে মার্কিন হস্তক্ষেপের আশঙ্কা, ‘সর্বোচ্চ সতর্ক’ অবস্থানে ইসরাইল

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ন, ১১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৪:৫১ অপরাহ্ন, ১১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে যুক্তরাষ্ট্র যেকোনো সময় হস্তক্ষেপ করতে পারে—এমন আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইসরাইল। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি ইসরাইলি সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছেন। তিনি তেহরান সরকারকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করার আহ্বান জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র প্রয়োজনে বিক্ষোভকারীদের ‘সহায়তা করতে প্রস্তুত’ রয়েছে।

আরও পড়ুন: যুদ্ধ চাই না, কিন্তু ‘যুদ্ধের জন্য প্রস্তুত’: আরাঘচি

অধিকারকর্মীদের তথ্যমতে, চলমান এই বিক্ষোভে এখন পর্যন্ত ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

ইসরাইলের নিরাপত্তা সংক্রান্ত একাধিক বৈঠকে অংশ নেওয়া সূত্রগুলো ‘সর্বোচ্চ সতর্ক’ অবস্থার নির্দিষ্ট ব্যাখ্যা না দিলেও ধারণা করা হচ্ছে, ইরান পরিস্থিতি ঘিরে সম্ভাব্য আঞ্চলিক উত্তেজনা মোকাবিলায় সামরিক ও কূটনৈতিক প্রস্তুতি জোরদার করেছে তেল আবিব।

আরও পড়ুন: বাংলাদেশের তিন পাশে ৫টি বিমানঘাঁটি সচল করছে ভারত

উল্লেখ্য, গত বছরের জুন মাসে ইসরাইল ও ইরান ১২ দিনব্যাপী সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে। ওই সংঘর্ষের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

এদিকে, গতকাল এক টেলিফোন আলাপে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানে সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বলে একটি ইসরাইলি সূত্র জানিয়েছে। যদিও এক মার্কিন কর্মকর্তা তাদের মধ্যে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করলেও আলোচনার বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।