রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নারী সদস্য র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার

Sanchoy Biswas
মো. রবিউল আওয়াল, কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৫ | আপডেট: ১২:০২ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক তাপস কর্মকার জানান, গত বুধবার (২০ আগস্ট) রাত অনুমান ০১:২০ ঘটিকায় ঢাকা জেলার দোহার পৌরসভার নুরপুর এলাকার ভূঁইয়া বাড়ির মাঠে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং জননিরাপত্তা বিঘ্ন ও ক্ষতিসাধনের উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সংগঠনের সদস্যরা পালানোর চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থল থেকে ০৩ (তিন) জন সদস্যকে গ্রেফতার করে। তারা সরকারবিরোধী ও রাষ্ট্রের সার্বভৌমত্ব বিনষ্ট করার লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনের ব্যানারে মিছিল ও দেশবিরোধী স্লোগানে অংশগ্রহণ করে জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছিল।

এ ঘটনায় দোহার থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৮/৯/১০/১২/১৩ ধারায় একটি মামলা (মামলা নং-১৮, তারিখ-২০/০৭/২০২৫ খ্রি.) রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্তদের আইনের আওতায় আনতে র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ একটি বিশেষ আভিযানিক দল অভিযুক্তদের অবস্থান শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তা গ্রহণ করে।

আরও পড়ুন: কাপাসিয়ায় ফ্যাসিস্টদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তিনি আরও জানান, অদ্য ২১/০৮/২০২৫ তারিখ দুপুর অনুমান ১৩:৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল টাউন এলাকায় অভিযান পরিচালনা করে মামলার পলাতক ও তদন্তাধীন গুরুত্বপূর্ণ আসামি সাজেদা ইসলাম @ রুনু (৩৩), পিতা- শামসুল ইসলাম, সাং- দোহার, থানা- দোহার, জেলা- ঢাকা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগে পটুয়াখালী ট্রাইব্যুনালের পিপির সদস্য পদ স্থগিত