টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় হামলা ও ভাঙচুর

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে তার বাসা ‘সোনার বাংলা’-তে দুর্বৃত্তরা প্রবেশ করে।
আরও পড়ুন: কমলনগরে অধ্যক্ষ দেলোয়ার হোসেন টুমচরির নির্দেশে সরকারি বই বিক্রির অভিযোগ
বাসার কেয়ারটেকার জানান, রাতের সময় কাদের সিদ্দিকী দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। হঠাৎ ১০-১৫ জনের একটি দলে দুর্বৃত্তরা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং মই ব্যবহার করে বাসার গেট টপকে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা বাসার দুইটি গাড়ি ভাঙচুর করে।
প্রতিবেশীরা দ্রুত এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
আরও পড়ুন: লাশ পড়ানো ও পুলিশের গাড়ি হামলার ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার
টাঙ্গাইল থানার ওসি তানভির আহমেদ জানান, পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। শিগগিরই হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।