টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় হামলা ও ভাঙচুর

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৫:৪৯ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে তার বাসা ‘সোনার বাংলা’-তে দুর্বৃত্তরা প্রবেশ করে।

আরও পড়ুন: বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে নান্দাইলে ইত্তেফাকুল উলামার মানববন্ধন

বাসার কেয়ারটেকার জানান, রাতের সময় কাদের সিদ্দিকী দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। হঠাৎ ১০-১৫ জনের একটি দলে দুর্বৃত্তরা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং মই ব্যবহার করে বাসার গেট টপকে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা বাসার দুইটি গাড়ি ভাঙচুর করে।

প্রতিবেশীরা দ্রুত এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

আরও পড়ুন: পঞ্চগড়ে তীব্র শীত, তেঁতুলিয়ায় পাঁচ দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

টাঙ্গাইল থানার ওসি তানভির আহমেদ জানান, পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। শিগগিরই হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।