ভোট চুরি ও দুর্নীতি রুখতে পিআর পদ্ধতির বিকল্প নেই, অধ্যাপক ছাদেক আহমেদ হারিছ

Sanchoy Biswas
‎‎হৃদয় রায় সজীব, নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৮:২১ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রকোনা জেলা শাখা কর্তৃক আয়োজিত জুলাই সনদের আইনি বৈধতা ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল শেষে আজকের সমাবেশ ও বিক্ষোভ মিছিলের সভাপতি নেত্রকোনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক ছাদেক আহমেদ হারিছ তাঁর সমাপনী বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন ভোট চুরি, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার রুখতে পিআর পদ্ধতির নির্বাচন ছাড়া আর কোনো উপায় নেই।

‎শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে শহরের কালেক্টরেট মাঠে নেত্রকোনা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহাবুবুর রহমানের সঞ্চালনায় একটি সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে দলটি। মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

আরও পড়ুন: কমলনগরে বৃদ্ধার লালসার শিকার ৫ বছরের শিশু, এলাকাজুড়ে তোলপাড়

‎উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নেত্রকোনা-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এনামুল হক। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমেদ হারিছ। এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎কর্মসূচিতে জামায়াত নেতারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। পাশাপাশি জুলাই সনদের আইনি বৈধতা প্রদানসহ ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

আরও পড়ুন: গোপালগঞ্জে ‘ছেলের হাতে’ মা খুন

‎বক্তারা আরও জানান, দেশের মানুষের মৌলিক অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ গণআন্দোলন চালিয়ে যাবে। একই সঙ্গে সরকারের প্রতি ৫ দফা দাবির দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা।