মৌলভীবাজারে দাঁড়িপাল্লার পক্ষে মানুষের ব্যাপক সাড়া পাচ্ছে: এম. আব্দুল মান্নান

Sanchoy Biswas
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ন, ২০ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:২৬ পূর্বাহ্ন, ২১ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক জেলা আমীর এম. আব্দুল মান্নান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গ্রাম কমিটি গঠন, সেন্টার কমিটি গঠন, প্রতিটি সেন্টারে বুথভিত্তিক এজেন্ট বাছাইসহ ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ, ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি ও নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল করতে আসন কমিটির সদস্যদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, যতই দিন যাচ্ছে, ভোটারদের মধ্যে দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক সমর্থন পাওয়া যাচ্ছে। মৌলভীবাজার-৩ সংসদীয় আসন কমিটির উদ্যোগে আয়োজিত নির্বাচনী বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: জামায়াত ঘের দখল করে না, জমি দখল করে না, বালু উত্তোলন করে না: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

আসন পরিচালক ও জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলীর সভাপতিত্বে ও আসন সদস্য সচিব, মৌলভীবাজার পৌর সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরীর উপস্থাপনায় সোমবার (২০ অক্টোবর) বিকেলে মৌলভীবাজার সদর, মৌলভীবাজার পৌরসভা ও রাজনগর উপজেলার পুরুষ, মহিলা, ছাত্র ও ছাত্রী দায়িত্বশীলদের নিয়ে নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মোঃ আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার ও আজিজ আহমদ কিবরিয়া, উলামা বিভাগীয় জেলা সভাপতি মাওলানা শেখ আব্দুল হক, জেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল হামিদ, মৌলভীবাজার পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলাম, রাজনগর উপজেলা আমীর আবুর রাইয়ান শাহীন, ছাত্রশিবির শহর শাখা সেক্রেটারি কাজী দাইয়ান আহমদ, সদর উপজেলা নায়েবে আমীর ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির, ভারপ্রাপ্ত সেক্রেটারি ইসমাইল আলী, রাজনগর উপজেলা সেক্রেটারি মিসবাহুল হাসান, পৌরসভা সহকারী সেক্রেটারি ইকবাল আহমদ চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন: রাজবাড়ী ১ আসনে চলছে নমিনেশন পাওয়ার লড়াই