বিজয়নগরে রসমালাই খেয়ে শিশুসহ পাঁচজন অসুস্থ হয়ে হাসপাতালে

Sanchoy Biswas
সঞ্জীব ভট্টাচার্য্য, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:০৬ পূর্বাহ্ন, ১৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রসমালাই খেয়ে শিশুসহ ৫ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মহেষপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

অসুস্থদের পরিবারের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার সিঙ্গারবিল বাজারের রংধনু বেকারি অ্যান্ড সুইট হাট থেকে রসমালাই ক্রয় করে বাসায় নিয়ে গেলে ওই রসমালাই খেয়ে দুই পরিবারের ৫ জন অসুস্থতা বোধ করে। পরে তাদেরকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে তাদের অবস্থা দেখে এখানকার দায়িত্বরত চিকিৎসক তাদের জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।

আরও পড়ুন: যারা স্বাধীনতাবিরোধী তাদের কাছে নারীরা নিরাপদ নয়: খায়রুল কবির খোকন

অসুস্থরা হলেন উপজেলার শ্রীপুর গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী শারমিন (২৭), তাদের দুই সন্তান আয়াত (৪), সাদী (১১), মহেষপুর গ্রামের নাঈমের স্ত্রী জ্যোতি (৩৩) ও ইয়ানা (৫)।

এ বিষয়ে নাহিদ আল মাহমুদ জানান, তার ছোট ভাই নাসিম রংধনু থেকে রসমালাই নিয়ে গেলে তা খাওয়ার পর স্বজনরা অসুস্থ হয়ে পড়ে। দুপুরে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: নরসিংদী-১ আসনে এনসিপি'র প্রার্থী আব্দুল্লাহ আল-ফয়সালের প্রচারণা

এ ব্যাপারে রংধনু বেকারি অ্যান্ড সুইট হাটের মালিক জামাল মাহমুদের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তিনি অবগত নন। তিনি প্রতিদিন এ প্রতিষ্ঠান থেকে ৩০-৪০ কেজি রসমালাই বিক্রি করেন বলে জানান। তবে তিনি খোঁজ নিয়ে অসুস্থদের বাড়িতে যাবেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সুমন ভুঁইয়া বলেন, অসুস্থ হয়ে হাসপাতালে আসলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জেলা শহরে পাঠানো হয়েছে।