সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। দেশের প্রাণীকূল নিয়ে কাজ করা এই সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক তিনি।
সরকারি অনুমতি সাপেক্ষে বুধবার (২২ অক্টোবর ২০২৫) সংগঠনটির একটি দল সেন্ট মার্টিন দ্বীপে গিয়ে অভুক্ত কুকুরদের জন্য সুষম খাদ্য বিতরণ করেছে। এই কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী ও সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।
আরও পড়ুন: নরসিংদীতে আগুনে পুড়লো ৩ শিল্পকারখানা
সংগঠনটি ধারাবাহিকভাবে প্রাণীর কল্যাণে কাজ করে আসছে। আহত প্রাণী উদ্ধার, চিকিৎসা, খাদ্য বিতরণ এবং জলাতঙ্ক প্রতিরোধে টিকাদান কর্মসূচি—এই সব কার্যক্রমের ধারাবাহিকতায় এবার সেন্ট মার্টিন দ্বীপ এবং কক্সবাজারে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত কক্সবাজারে পরিত্যক্ত ও অসুস্থ ঘোড়াদের চিকিৎসা এবং খাদ্য প্রদান করা হবে। এই কার্যক্রমে একটি বিশেষজ্ঞ প্রাণিচিকিৎসক দলও অংশ নেবেন। সংগঠনের আহবায়ক আদনান আজাদ জানিয়েছেন, প্রথম ধাপ এক সপ্তাহ চললেও সরকারি অনুমতি পেলে কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
আরও পড়ুন: মাদারীপুরের নতুন ডিসি আফছানা কিশোরগঞ্জের রত্নগর্ভা মেধাবী মুখ
সেন্ট মার্টিনে খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন— আদনান আজাদ, ইমরান রাশেদ, সিমান্ত সরকার, তৌফিক সিতু, শুভব্রত সরকার, মিজানুর রহমান তাসিব, ফয়সাল বিন আজম। এছাড়া উপস্থিত ছিলেন মহিউদ্দিন মাহিন, শামীম মিয়া, মোহাম্মদ ফরিদ ও মশিউর রহমান মহান।
সংগঠনটি পরিবেশ সংরক্ষণে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে কার্যক্রম বাস্তবায়ন করছে। সদস্যরা আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগ দেশের মানুষকে প্রাণীর প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধে অনুপ্রাণিত করবে।