সিলেট রেলপথে ৮ ঘণ্টার অবরোধ শনিবার
 
                                        সিলেটের রেলপথ সংস্কারসহ ৮ দফা দাবিতে শনিবার (১ নভেম্বর) সিলেটে রেলপথ অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম ও মুখ্য সমন্বয়ক আতিকুর রহমান আখ সাধারণ জনগণকে ১ নভেম্বর ট্রেন ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
তারা বলেন, দীর্ঘদিন ধরে সিলেটের রেলপথ সংস্কারসহ ৮ দফা দাবীতে সিলেটের বিভিন্ন রেলওয়ে স্টেশনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর কুলাউড়ায় অবস্থান ধর্মঘট পালনকালে আন্দোলনকারীরা ট্রেন আটকে দেন। তখন রেলওয়ের ডিআরএম ১৫ দিনের মধ্যে আলোচনার প্রতিশ্রুতি দেন। ১০ অক্টোবর কুলাউড়া জংশন স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমে আন্দোলনকারীদের সঙ্গে রেলওয়ের ঢাকা অঞ্চলের মহাব্যবস্থাপক মো. মহিউদ্দিন আরিফের বৈঠক অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: বগুড়ায় আন্তর্জাতিক ক্রিকেট আবার ফিরবে: তামিম ইকবাল
বৈঠকে আন্দোলনকারীরা ডিআরএমের আশ্বাস প্রত্যাখ্যান করে বলেন, ৩১ অক্টোবরের মধ্যে দাবি পূরণ না হলে ১ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেট বিভাগের সব রেলপথে অবরোধ করা হবে।
আন্দোলনকারীদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে:
আরও পড়ুন: চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ বিতরণ
- সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দুটি স্পেশাল ট্রেন চালু করা।
- আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডাবল লাইন করা।
- আখাউড়া-সিলেট সেকশনে অন্তত একটি লোকাল ট্রেন চালু করা।
- আখাউড়া-সিলেট সেকশনের সব বন্ধ স্টেশন চালু করা।
- কুলাউড়া জংশন স্টেশনে বরাদ্দকৃত আসনসংখ্যা বৃদ্ধি করা।
- সিলেট-ঢাকাগামী আন্তঃনগর কালনী ও পারাবত ট্রেনের যাত্রাবিরতি প্রত্যাহার।
- ট্রেনের শিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন ব্যবহার।
- যাত্রী অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা।





 
                                                    
 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                    