নান্দাইলে বিএনপির মনোনয়ন পেলেন ইয়াসের খান চৌধুরী

Sanchoy Biswas
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ৬:৪০ অপরাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি ও নান্দাইল নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য মরহুম আনওয়ারুল হোসেন খান চৌধুরীর একমাত্র পুত্র, নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী ১৫৩- ময়মনসিংহ-৯ ঐতিহাসিক নান্দাইল আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।

মনোনয়ন ঘোষণার সঙ্গে সঙ্গে নান্দাইল উপজেলা সদরসহ ১৩টি ইউনিয়ন ও পৌরসভায় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা আনন্দ উল্লাসে মেতে উঠেছেন।

আরও পড়ুন: হাদীর মৃত্যুতে উত্তাল নরসিংদী, ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ

নির্বাচনী এলাকা থেকে আগত নেতাকর্মীরা ইয়াসের খান চৌধুরীর মনোনয়নকে দল ও এলাকার জন্য ঐতিহাসিক অর্জন হিসেবে বর্ণনা করেছেন।