গাজীপুরে বোমা তৈরি সরঞ্জামসহ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা আটক

Any Akter
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ৭:১১ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরে পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে আটক করে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী।  তারা নাশকতা সৃষ্টির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার বাঘের বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, সদর উপজেলার বানিয়ারচালা গ্রামের আবুল কাশেমের ছেলে ও ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নোমান আহম্মেদ (২৪), একই গ্রামের বাবুল হোসেনের ছেলে ও ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক আকাশ মাহমুদ (২৫) এবং মোতালেব শেখের ছেলে ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক রাসেল আহম্মেদ (৩২)।  বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ অহমেদ এলাকাবাসীর বরাত দিয়ে বলেন, গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় পেট্রোল বোমা তৈরির খবর পেয়ে স্থানীয়রা তাদের ঘেরাও করে।  রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ওই এলাকার স্থানীয় বাসিন্দা আজিমের মাছের খামারের পাশ থেকে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম, ৩০০ মিলিগ্রাম পেট্রোল ও সাদা প্লাস্টিকের চিকন পাইপ উদ্ধার করা হয়।গাজীপুরের পুলিশ সুপার (এসপি) চৌধুরী যাবের সাদেক বলেন, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা যানবাহনে নিক্ষেপের উদ্দেশ্যে পেট্রোলবোমা তৈরি করছিল। খবর পেয়ে থানা পুলিশ তাদের আটক করে।

আরও পড়ুন: রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী বাঁচাতে ছয় দফা অঙ্গীকার বাস্তবায়নে জামায়াতের র‌্যালি