নাসিরনগরের ধরমন্ডলে বিএনপি প্রার্থী এমএ হান্নানের মতবিনিময় সভা

Sanchoy Biswas
চন্দন কুমার দেব, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:২৭ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাসিরনগর উপজেলা বিএনপি’র সভাপতি এমএ হান্নান ব্রাহ্মণবাড়িয়ায়-১ (নাসিরনগর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রাপ্ত হওয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা অবহিতকরণের উদ্দেশ্যে ১৪ নভেম্বর বিকেলে ধরমন্ডল ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকেলে ধরমন্ডল ইউনিয়ন বিএনপির সভাপতি মো: সালাউদ্দিন চৌধুরী মজনুর সভাপতিত্বে এবং ধরমন্ডল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল কাদির ও আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপি সভাপতি এমএ হান্নান।

আরও পড়ুন: কৃষক দল নেতা খন্দকার নাসিরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমানের কাছে মহিলা দলনেত্রীর আবেদন

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এড আলী আজম চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক এড আরাফাত আলী, হরিপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান জামাল মিয়া, সদর ইউনিয়ন বিএনপি সভাপতি সৈয়দ আবু সরোয়ার, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ শুভ, মো: কামাল হোসেন, ছোয়ার আলী, মজনু মিয়া, ফরিদ মিয়া, জাহিদ মোম্বার, আব্দুল জলিল, আব্দুল কাদির মেম্বার, ধরমন্ডল ইউনিয়ন যুবদল সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক আরিফ হোসেন প্রমুখ।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন