বকেয়া পরিশোধ না পেয়ে নাসা গ্রুপের শ্রমিকদের মানববন্ধন

Sadek Ali
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২:১৯ অপরাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:৪৬ অপরাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বকেয়া বেতন–ভাতা ও পাওনাদি পরিশোধের দাবিতে নাসা গ্রুপের তিনটি কারখানার শ্রমিকেরা দ্বিতীয় দিনের মতো মানববন্ধন করেছেন।

মঙ্গলবার (২ডিসেম্বর) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় বাইপাইল–আব্দুল্লাহপুর মহাসড়কের পাশে কারখানার সামনে এই মানববন্ধন হয়।

আরও পড়ুন: পঞ্চগড়ে টানা তিন দিন ১০ ডিগ্রি, শীতের তীব্রতা বেড়েছে

শ্রমিকেরা জানান, কোনো প্রকার পাওনা পরিশোধ ছাড়াই গত ২৫ সেপ্টেম্বর কারখানাটি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়। হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে চরম আর্থিক সংকটে পড়েছেন তাঁরা। পরিবারের ব্যয় নির্বাহ, বাসা ভাড়া পরিশোধ, সন্তানের স্কুল ফি—কোনোটাই ঠিকমতো দেওয়া সম্ভব হচ্ছে না। অনেকের ঘরেই এখন বাজার করার মতো টাকাও নেই।

মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকেরা অভিযোগ করেন, বিজিএমইএ, শ্রম মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি আশ্বাস দিয়েছিলেন ৩০ নভেম্বরের মধ্যে শতভাগ পাওনা পরিশোধ করা হবে। কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করে এখন পর্যন্ত মাত্র ২৫ শতাংশ পরিশোধ করা হয়েছে। এতে ক্ষোভ ও হতাশা আরও বেড়েছে বলে জানান তাঁরা।

আরও পড়ুন: নগরকান্দায় পবিত্র কাবা শরিফ অবমাননার প্রতিবাদে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

শ্রমিকেরা বলেন,আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। কিন্তু যদি দ্রুত বকেয়া পরিশোধ না করা হয়, তাহলে বাধ্য হয়ে আরও কঠোর কর্মসূচিতে যেতে হবে।

মানববন্ধন চলাকালে ঘটনাস্থলে শিল্প পুলিশ–১ এর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

শিল্প পুলিশ–১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, নাসা গ্রুপের শ্রমিকরা নিজেদের পাওনাদির দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন করছেন—এটা তাদের অধিকার। আইনশৃঙ্খলার অবনতি হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, নাসা গ্রুপের জমি বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধের পরিকল্পনা ছিল। কিন্তু ওই জমির ওপর উচ্চ আদালত নিষেধাজ্ঞা জারি করায় বকেয়া পরিশোধে কিছুটা বিলম্ব হচ্ছে। আমরা বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি।