রংপুরে বাবাকে কুপিয়ে হত্যা, থানায় এসে ছেলের আত্মসমর্পণ

Sanchoy Biswas
জুয়েল মজহারুল, রংপুর
প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ন, ২৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:৪৫ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রংপুরের মমিনপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় নিজ ছেলের হাতে বাবা নিহত হওয়ার এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর আনুমানিক ১টা ০০ মিনিটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নুরল (৫০)। তিনি মহেশপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আরও পড়ুন: মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত আফনানের মাথার খুলি খুলে রাখা হয়েছে

স্থানীয় সূত্রে জানা যায়, ছেলে ও বাবার মধ্যে কথা কাটাকাটির একপর্যায় ছেলে ধারালো অস্ত্র দিয়ে বাবার উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই নুরল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্ত ছেলে নিজেই রংপুর কোতয়ালী সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করে। পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

আরও পড়ুন: কুমিল্লায় শীতকালীন পিঠা বিক্রির ধুম

এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সদর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ গফুর বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।