দেশীয় অস্ত্র-মাদক ও নগদ অর্থ উদ্ধার
মুন্সীগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক ১০
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও ইউনিয়নে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।অভিযানটি পরিচালনা করে সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প।
মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্প সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনীর চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার (১০ জানুয়ারি) রাত ৭ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালিগাঁও ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫ ডিগ্রি, পঞ্চগড়ে জেঁকে বসেছে শৈত্যপ্রবাহ
এ সময় ঘটনাস্থল থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ১০ জনকে আটক করা হয়। অভিযানে দেশীয় অস্ত্র, প্রায় ১ কেজি গাঁজা, ২ পিস ইয়াবা, ২০০টির বেশি শনাক্তহীন মাদকদ্রব্য (পুলিশ কর্তৃক শনাক্তকরণ প্রক্রিয়াধীন) এবং মাদক বিক্রির ৪ লাখ ৯৩ হাজার ২৫ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়।
সেনাবাহিনী জানায়, আটককৃতরা টঙ্গীবাড়ি উপজেলায় দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত হিসেবে পরিচিত। পরবর্তীতে আটক ব্যক্তিদের এবং উদ্ধারকৃত মাদক ও অর্থ আইনগত ব্যবস্থার জন্য টঙ্গীবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: আদালতের এজলাস থেকে নথি চুরি, আটক ১
সেনাবাহিনী আরও জানায়, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কঠোর অবস্থানে রয়েছে। সন্ত্রাস, নাশকতা ও অবৈধ মাদক কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানাতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।





