হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলেশুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৫টার দিকে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনের মাত্রা ছিল স্বল্প। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সেসময় অনেক ভবন কয়েক সেকেন্ডের জন্য কেঁপে ওঠে। বিভিন্ন এলাকায় মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন। রাজধানীর মিরপুর, ধানমন্ডি, বাড্ডা, মোহাম্মদপুর, উত্তরা ও মতিঝিলসহ বেশ কয়েকটি এলাকায় কম্পন স্পষ্টভাবে টের পাওয়া গেছে।
আরও পড়ুন: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নারী নিহত
ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারত-বাংলাদেশ সীমান্তে।
ভূমিকম্পটির কেন্দ্র ছিল বাংলাদেশের কুমিল্লা শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর ও ভারতের আগরতলা শহর থেকে ২৬ কিলোমিটার উত্তরে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। তবে সংশ্লিষ্ট সংস্থাগুলো সতর্ক রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
আরও পড়ুন: ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় গুলিস্তানের আগুন নিয়ন্ত্রণে