ভবন সংক্রান্ত দুর্যোগ ঝুঁকি প্রশমনে জনসচেতনতা বৃদ্ধি: রাজউক আয়োজিত সেমিনার অনুষ্ঠিত

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:২০ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আয়োজিত “ভবন সংক্রান্ত দুর্যোগের (ভূমিকম্প ও অগ্নি) ঝুঁকি প্রশমনে জনসচেতনতা বৃদ্ধি” বিষয়ক সেমিনার আজ সোমবার (৩ নভেম্বর ২০২৫) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ অনুষ্ঠিত হয়।

রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এর সভাপতিত্বে দিনব্যাপী এই সেমিনারটি অনুষ্ঠিত হয় জাইকার সহায়তায় বাস্তবায়নাধীন DCQR (Improvement of Design and Construction Quality for Resilience of Private Buildings) প্রকল্পের আওতায়।

আরও পড়ুন: কুলাউড়ায় বিএনপির মনোনয়ন দৌড়ে জয়ী শকু

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম।

সেমিনারে রাজউক ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মধ্যে DCQR প্রকল্প সম্পর্কিত একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।

আরও পড়ুন: সুনামগঞ্জ ১ আসনে আনিসুল ৩ কয়ছর ৫ মিলন

রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) ও প্রকল্প পরিচালক মোহাম্মদ বশিরুল হক স্বাগত বক্তব্যে বলেন, “দুর্যোগ সহনশীল নগরায়ন ও ভবন নির্মাণে নাগরিক সচেতনতা বৃদ্ধিই এই প্রকল্পের মূল লক্ষ্য।”

প্রধান অতিথি আদিলুর রহমান খান তাঁর বক্তব্যে বলেন, “শুধু আইন প্রয়োগ নয়, আমাদের ডিজাইন পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি এবং দুর্যোগ সহনশীল নকশা তৈরিতে উৎসাহ প্রদান করতে হবে। পাশাপাশি নির্মাণ পর্যায়ে গুণগত মান নিশ্চিত করতে একটি স্বচ্ছ তদারকি ব্যবস্থা গড়ে তোলা জরুরি।”

সভাপতির বক্তব্যে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, “ঢাকা একটি ভূমিকম্প-প্রবণ অঞ্চল এবং সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো আমাদের নিরাপত্তা ঝুঁকির বাস্তব চিত্র তুলে ধরেছে। নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রশ্নে কোনো আপস করা যাবে না।”

তিনি আরও প্রস্তাব করেন, “রাজউক ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর অধীনে একটি ‘Urban Disaster Reduction Lab’ গঠন করা যেতে পারে, যেখানে ভবন নকশা, দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থা ও নির্মাণ গুণমান নিয়ে গবেষণা, প্রশিক্ষণ ও প্রযুক্তি উন্নয়ন হবে।”

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন DCQR প্রকল্পের টিম লিডার ড. টাটসু নারাফু।

এছাড়া ভূমিকম্প ও অগ্নি ঝুঁকি হ্রাস বিষয়ে উপস্থাপনা করেন বুয়েটের অধ্যাপক রাকিব আহসান, এবং প্রকল্পের রূপরেখা তুলে ধরেন বাংলাদেশ প্রধান তোমোহিদে উচিগুচি।

দিনব্যাপী আলোচনা শেষে অংশগ্রহণকারীরা দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধির প্রয়াসে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সেমিনারে উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও রাজউকের কর্মকর্তা-কর্মচারীরা।