মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ জাহানারা আলমের
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন জাতীয় নারী দলের অভিজ্ঞ পেসার জাহানারা আলম। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময়ে মঞ্জুরুল ইসলাম তার সঙ্গে অশোভন ও অনৈতিক আচরণ করেছেন।
জাহানারা অভিযোগ করেন, ওই টুর্নামেন্টে দলের দায়িত্বে থাকা অবস্থায় মঞ্জুরুল ইসলাম ব্যক্তিগত বিষয়ে অনভিপ্রেত মন্তব্য এবং আচরণ করেন। তিনি জানান, বিষয়টি বিসিবিকে একাধিকবার জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
আরও পড়ুন: বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগ
তার ভাষায়, “দেড় বছরে অসংখ্যবার অভিযোগ করেছি। তৎকালীন নারী উইংয়ের প্রধান নাদেল স্যারকে বারবার জানিয়েছি। এক–দু’দিন ঠিক থাকত, পরে আবার আগের অবস্থায় ফিরে যেত।” তিনি আরও বলেন, বিসিবির কাছ থেকে বিচার না পেয়ে এখন তিনি আল্লাহর কাছে বিচার চেয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে মঞ্জুরুল ইসলাম বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)— কারও পক্ষ থেকেই এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মাহমুদুল্লাহ
উল্লেখ্য, জাহানারা আলম বর্তমানে জাতীয় দলের বাইরে রয়েছেন। দেশের নারী ক্রিকেটের অন্যতম সফল এই পেসার দীর্ঘদিন জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।





