দুর্ঘটনায় ছাদ উড়ে যাওয়া বাস নিয়ে ১০ কিলোমিটার চালিয়ে গেলেন চালক

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ন, ১৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ১০:৪৪ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে দুর্ঘটনায় ‘বরিশাল এক্সপ্রেস’ নামে যাত্রীবাহী একটি বাসের ছাদ উড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে চালক না থামিয়ে ছাদহীন অবস্থায় বাসটি চালিয়ে নিয়ে যায় আরও অন্তত ১০ কিলোমিটার।  এ ঘটনায় আহত হয়েছেন ওই বাসের ২০ যাত্রী। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের সমষপুরে এই ঘটনা ঘটে। 

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

যাত্রী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় প্রথমে মাইক্রোবাস তারপর একটি কাভার্ডভ্যানের ধাক্কায় অপর একটি কন্টেইনারের সঙ্গে সংঘর্ষ হয় যাত্রীবাহী বাসটির। এতে বাসটির ছাদ উড়ে পড়ে এক্সপ্রেসওয়েতে। এতেও চালক বাস না থামিয়ে চলে যায় ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার দূরত্বের লৌহজংয়ের কুমারভোগ এলাকায় আভ্যন্তরীন সড়কে। পরে আহত যাত্রীদের ‘বাঁচাও বাঁচাও’ চিৎকারে ছাদবিহীন বাসটি আটক করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাইওয়ে পুলিশ ও শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা।

পদ্মা সেতু উত্তর থানার ওসি মো জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় থানা, হাইওয়ে পুলিশ ও শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা। আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে গুরুতর আহত শাহিন নামের এক যাত্রীকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চালক ও হেলপার বাস রেখে পালিয়েছে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু