জাতীয় নির্বাচন পুলিশের জন্য ঐতিহাসিক পরীক্ষা: আইজিপি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৯:৪৯ পূর্বাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ পুলিশের জন্য এক ঐতিহাসিক পরীক্ষা হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সদস্যদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

আইজিপি বাহারুল আলম বলেন, “এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো জাতীয় নির্বাচন। এটি কেবল ক্ষমতার পালাবদল নয়, বরং গণতন্ত্রের শেকড়কে আরও মহিমান্বিত করার এক সুযোগ। নির্বাচনে প্রায় দেড় লাখ পুলিশ সদস্য মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন। তাদের প্রতিটি কার্যক্রম জাতীয় ও আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণ করা হবে।”

আরও পড়ুন: সিভিল এভিয়েশন একাডেমিতে আইকাও (ICAO) অডিট সম্পন্ন

তিনি আরও বলেন, সততা, দক্ষতা ও নিরপেক্ষতার মাধ্যমে দায়িত্ব পালন করতে পারলে পুলিশের ভাবমূর্তি পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হবে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনেও প্রমাণের সুযোগ আসবে যে বাংলাদেশ পুলিশ একটি আধুনিক, গণতন্ত্র-সহায়ক ও কার্যকর বাহিনী।

আইজিপি জানান, শুধু আইন-কানুন শেখানো নয়, প্রশিক্ষণের মাধ্যমে চাপের মধ্যেও নিরপেক্ষ থাকা, সংঘাতের পরিবর্তে সমাধানকে অগ্রাধিকার দেওয়া এবং মানুষের আস্থা অর্জনের কৌশলগুলো শিখতে হবে।

আরও পড়ুন: নতুন অধ্যাদেশে দায়মুক্তি চায় পুলিশ

তিনি সকল পুলিশ সদস্যকে আহ্বান জানিয়ে বলেন, প্রশিক্ষণে শেখা প্রতিটি কৌশল মাঠে কাজে লাগাতে হবে। সর্বোচ্চ ধৈর্য, বিচক্ষণতা ও আত্মসংযম প্রদর্শন করতে হবে এবং প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্যও প্রস্তুত থাকতে হবে।