ভোট উদযাপন করতে চাই: ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, ভোটকে উদযাপন করতে চান এবং কোনো ধরনের অভিযোগ করতে ইচ্ছুক নন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার কিছু আগে কার্জন হলের ভোটকেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আজকের ভোট গণতন্ত্রের নতুন দৃষ্টান্ত হবে। শিক্ষার্থীরা ঘরে বসে থাকবেন না। সবাই আসুন ভোটকেন্দ্রে, নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন।
আরও পড়ুন: চাকসুর প্রতিনিধি আকাশ দাশের বুয়েট শিক্ষার্থীর ধর্ষণ কে সমর্থন করে পোস্ট: উত্তাল চবি
নির্দেশিকা অনুযায়ী তিনি রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে শারীরিক শিক্ষা কেন্দ্রের ভোটকেন্দ্রে প্রবেশ করেছেন। ভোটকেন্দ্রে কিছু জটিলতা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে আমরা ভোটাধিকার হরণের বিরুদ্ধে লড়াই করেছি। আজ শিক্ষার্থীদের উচিত বিবেকবুদ্ধি ব্যবহার করে যোগ্য নেতৃত্ব বেছে নেওয়া।
আরও পড়ুন: স্থগিত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে ২৭ অক্টোবর
এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ চলছে। বিকেল ৪টার আগে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দিতে পারবেন। নিরাপত্তার জন্য ক্যাম্পাসজুড়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।





